সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Reading of Technology

Cutting-Edge Technology

Cutting-edge technology represents the forefront of innovation, embodying the latest advancements that push the boundaries of what is possible in various fields. It encompasses breakthroughs in artificial intelligence, quantum computing, biotechnology, and more, fundamentally transforming the way we live and work. In the realm of artificial intelligence, machine learning algorithms and neural networks are enabling computers to learn and make decisions, mimicking human cognitive functions. Quantum computing, with its ability to process information at speeds unimaginable with classical computers, holds the promise of revolutionizing complex problem-solving in fields like cryptography and optimization. Biotechnology is unlocking new frontiers in healthcare, with gene editing technologies like CRISPR-Cas9 offering unprecedented precision in modifying DNA, potentially curing genetic diseases. Cutting-edge technology also extends to the realm of renewable energy, where innovations in solar a...

What Technologies will You Use to Transform Your Business Digitally?

খুচরো ব্যবসাকে ডিজিটালে রূপান্তর করার ক্ষেত্রে নিন্মে বর্ণিত প্রযুক্তি গুলি বর্তমানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেঃ ১.ডিজিটাল মার্কেটিং সাধারনত যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের কাছে পণ্যের বিজ্ঞাপন পৌঁছানোর জন্য এখব সবচেয়ে গুরুতপূর্ণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং । মাধ্যম গুলি হতে পারে ডিজিটাল কুপন, ভার্চুয়াল গল্প বলা, ইমেল অথবা বিজ্ঞাপণ । গার্টনারের ২০১৮ সালের সিআইও এজেন্ডা অনুসারে মূলত এখন ব্যবসায় খরচের জন্য শীর্ষ এলাকাটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং । ২. এনালাইটিক্স বা বিশ্লেষণ টেক রিপাবলিক এর অলিভিয়া ক্রাউথের রিপোর্ট অনুযায়ী, বিশ্লেষণ অধ্যয়ন গ্রাহক বোঝার জন্য অত্যাবশ্যক । তথ্য, জনসংখ্যাতত্ত্ব এবং গ্রাহক ট্র্যাফিক ইত্যাদির উপর ভিত্তি করে স্মার্ট সিদ্ধান্ত নিতে সক্ষম হয় । পাশাপাশি গ্রাহক সম্পর্কিত অভিজ্ঞতাকে বিশ্লেষণ করেও স্মার্ট সিদ্ধান্ত নেয়া যায় । এর একটি উদাহরণ হচ্ছে স্যামসাং । তারা পপ-আপ দোকান তৈরি করে ছোট ও মাঝারি ব্যবসায় রিয়েল টাইম ডেটা শেয়ার করে বিশ্লেষণ করে থাকে । ৩. ওমনিচ্যানেল ব্যবহার ওমনিচ্যানেল হচ্ছে মাল্টি-চ্যানেলে বিক্রয় পদ্ধতি যার মাধ্যমে গ্রাহকরা একটি সমন্বিত কেনাক...

What is the IoT? Everything you need to know about the Internet of Things

The Internet of Things, or IoT, refers to the billions of physical devices around the world that are now connected to the internet, all collecting and sharing data. Thanks to the arrival of super-cheap computer chips and the ubiquity of wireless networks, it's possible to turn anything, from something as small as  a pill to something as big as  an aeroplane , into a part of the IoT. Connecting up all these different objects and adding sensors to them adds a level of digital intelligence to devices that would be otherwise dumb, enabling them to communicate real-time data without involving a human being. The Internet of Things is making the fabric of the world around us more smarter and more responsive, merging the digital and physical universes. Click bellow to know details: Internet of Things  

What is AI? Here's everything you need to know about artificial intelligence

 Back in the 1950s, the fathers of the field,  Minsky  and  McCarthy , described artificial intelligence as any task performed by a machine that would have previously been considered to require human intelligence. That's obviously a fairly broad definition, which is why you will sometimes see arguments over whether something is truly AI or not. Modern definitions of what it means to create intelligence are more specific. Francois Chollet, an AI researcher at Google and creator of the machine-learning software library Keras, has said intelligence is tied to a system's ability to adapt and improvise in a new environment, to generalise its knowledge and apply it to unfamiliar scenarios. "Intelligence is the efficiency with which you acquire new skills at tasks you didn't previously prepare for,"  he said . "Intelligence is not skill itself; it's not what you can do; it's how well and how efficiently you can learn new things." It's a d...

What is the Capital of E-commerce?

অনলাইন শপিংয়ের উত্থানটি খুচরা ব্যবসায়িদের জন্য একটি মহামারী হিসেবে দেখা দিয়েছে । ভোক্তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাদের সুবিধা দেয়াটাই হচ্ছে ই-কমার্সের মূলধন । কেন গাড়িতে চড়ে সময় ব্যয় করে দোকানে যাবেন এবং সেখানে গিয়ে আপনার জিনিসটি নাও পেতে পারেন । আপনি যা খুঁজছেন সেটি শুধু মাত্র অনলাইনে একটি অর্ডার দিলেই পেয়ে যাবেন । আমেরিকান রিয়েল ইস্টেট কোম্পানি কাশম্যান অ্যান্ড ওয়েক ফিল্ড এর তথ্য মতে, ই-কমার্স সংস্কৃতি চালু হওয়ার পরে ২০১৭ সালে নয় হাজার দোকান বন্ধ হয়ে গেছে এবং ২০১৮ সালের মধ্যে এটি বেড়ে বার হাজার হবে বলে আশা করা হচ্ছে যদি খুচরা ব্যবসায়িরা তাদের দোকান চালু রাখতে চান এবং আধুনিক অধিবাসীদের সাথে প্রতিযোগিতার সঙ্গে থাকতে চান তাহলে তাদেরকে গ্রাহকদের কাছে পৌঁছাতে হলে অবশ্যই বৈপ্লবিক উপায় বের করতে হবে । তবে এটি করার জন্য শুধু প্রযুক্তির বাস্তবায়ন ফলদায়ক নয় । তার পরিবর্তে খুচরো বিক্রেতাদেরকে গ্রাহকদের প্রতি মনোযোগী হতে হবে এবং কিভাবে তারা সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তন করেছেন সেগুলো বিবেচনা করতে হবে । আল্টিমিটার গ্রুপের প্রধান বিশ্লেষক ব্রায়ান সলিস বলেন, “ তাই অনেক খুচরো বিক্রে...

Five Countries that are Ready for AI and Automation

এআই এবং অটোমেশন ডেটা বিশ্লেষণ এবং কর্মদক্ষতা বাড়ানোর জন্য দরকার হতে পারে । কিন্তু বিশ্বের প্রতিটি অংশ অন্যদের মত প্রস্তুত নয় যারা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে । তবে তারাও এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হতে পারেনি । কারন এতো প্রতিভা কোথায়? কোথায় অবকাঠামো এবং কোথায় এআই ব্যবসা করা উচিত সেটাও খুঁজতে হয়? ইকোনমিস্ট এবং এবিবি গ্রুপ সম্প্রতি একটি অটোমেশন রেডিনেস ইনডেক্স একত্রিত করেছেন । তাদের হিসেব অনুযায়ী এআই প্রস্তুত পাঁচটি দেশ হচ্ছে: ১. দক্ষিণ কোরিয়া  দক্ষিণ কোরিয়া উদ্ভাবনীতে উৎ্সাহ দেওয়ার শীর্ষস্থানীয় স্কোর রয়েছে । শিক্ষায় অগ্রগতি অর্জনের জন্য শিক্ষার প্রয়োজনীয় উপকরণ প্রদান, এআই-প্রাসঙ্গিক দক্ষতা গুলির পুনর্বিন্যাস এবং বিকাশের জন্য এই দেশটিতে শ্রম নীতি রয়েছে ।  ২. জার্মানি স্টুটগার্ট এবং টুবিঙ্গেনের মধ্যে সাইবার ভেলির প্রযুক্তি হাবের অংশ বেশ কয়েকটি বৃহত্তম অটোমানেশনের জন্য হোম হিসেবে বিবেচনা করা হয় । শ্রম বাজার নীতিতে জার্মানি নিয়ন্ত্রনে শীর্ষস্থানে রয়েছে । ৩. সিঙ্গাপুর শ্রমবাজারে নীতির শীর্ষে জার্মানির সাথে সিঙ্গাপরের অবস্থান রয়েছে । এখানে ফাইন্ টেক থেকে শুরু করে স্মার...

Future Medical Services and the Use of Artificial Intelligence

আমরা জানি কয়েক বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্বাস্থ্য সেবায় বড় ধরনের একটি স্থান দখল করে নিবে । কিন্তু অধিকাংশ মানুষ যেটা ভাবছে বিষয়টি সেরকম নয় । অনেকেই ভয় পাচ্ছেন যে, মানুষের বদলে যন্ত্রপাতির নির্দেশনায় চিকিৎসা সেবা চালু হলে বিপদজনক কোন কিছু ঘটতে পারে । কিন্তু মোটেই তেমন কিছু নয় বরং কম্পিউটারের বুদ্ধিমত্তা যেভাবে দ্রুততার সাথে এগিয়ে চলছে তাতে এক্ষেত্রে অনেক ধরনের সুযোগই তৈরি হবে ।  এ আই এর কিছু ভিন্ন দিক এখন এআই সম্পর্কিত যেকোনো ধরনের কাজ একটি কম্পিউটার করতে পারে তবে মানুষের তুলনায় ভাল না হলে কিন্তু এআই এর আরও বিভিন্ন ধরনের দিক রয়েছে । এখনকার কম্পিউটার-জেনারেটেড সমাধানগুলি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানব-তৈরি অ্যালগরিদমের উপর নির্ভর করে তথ্য বিশ্লেষণ এবং চিকিৎসা পরামর্শ দিয়ে থাকে কিন্তু স্বাধীনভাবে কম্পিউটার বুদ্ধি ভিত্তিক নয় । মেশিন লার্নিং মেশিন লার্নিং মস্তিষ্কের নেটওয়ার্কের (মানুষের মস্তিষ্কের উপর ভিত্তি করে একটি কম্পিউটার সিস্টেম) উপর নির্ভর করে অনুকরণ করে এবং এমনকি বিস্তৃত করে যেভাবে মানুষের মন তথ্য প্রসেস করে থাকে । এর ফলে প্রোগ্রামারও অনেক সময় নিশ্চিত...

The Fourth Industrial Revolution: Mining Companies Using AI, Machine Learning and Robots

  খনি শিল্পকে লাভজনক করে তোলার জন্য এবং উৎপাদনের এমনকি ছোট উন্নতির জন্য দক্ষতা ও উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । গতি এবং দক্ষতা একটি অসাধারণ প্রভাব ফেলতে পারে । খনি কোম্পানিগুলো মূলত বিনিমেয় পণ্য উৎপাদন করে । আমেরিকানরা খনন , উত্তোলন ও নিষ্কাশন খাতে কাজ করে-কিন্তু এটি পরোক্ষভাবে প্রায় প্রতিটি শিল্পকে প্রভাবিত করে কারণ এটি অর্থনীতির প্রায় প্রতিটি শিল্পে কাঁচামাল সরবরাহ করে । ব্রিটিশ/অস্ট্রেলিয়ান খনি কোম্পানি রিও টিন্টো সম্পূর্ণ স্বায়ত্তশাসিত হোল ট্রাক ব্যবহার শুরু করে ১০ বছর আগে থেকেই কিন্তু তারা সেখানে থামেনি । রিও টিন্টো এবং অন্যান্য খনি কোম্পানি বুদ্ধিমান খনির ক্রিয়াকলাপগুলি তৈরি করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত ।   রিও টিন্টোর অপারেশনগুলিতে ১৬ টি খনি , ১৫০০ কিমি রেল , ৩ টি পোর্ট সহ আরো অনেক কিছু রয়েছে এবং এটি মোবাইল সরঞ্জাম এবং সেন্সরগুলি থেকে প্রতি মিনিটে ২.৪ টেরাবাইট ডেটা তৈরি করে যা সরঞ্জাম পর্যবেক্ষণের জন্য রিয়েল-টাইম ডেটা সংগ্রহ এবং প্রেরণ করে । রিও টিন্টোর প্রাক্তন সিইও স্যাম ওয়ালশ গার্টনার ডেটা এন্ড এনালিটিক্স সামিটে কথা বলার সময় ব্যাখ্যা করেছেন...

Smart City: How is the Internet of Things (IoT) Transforming Urban Areas?

বিশ্বের কোন শহরগুলি আইওটি ক্ষমতা ব্যবহার করছে? সারা বিশ্ব জুড়ে একটি প্রবণতা ছড়িয়ে পড়েছে যে শহরে যেতে হবে । ফলে প্রতিদিন মানুষ শুধু শহরের দিকে ছুটছে । ইতোমধ্যে শহরগুলিতে মানুষের অর্ধেকের বেশি জনসংখ্যার বসবাস রয়েছে এবং বিশ্বের বৃহত্তর শহরগুলির সংখ্যা ক্রমেই বাড়ছে । সমস্যাটি হল এই ধরনের বৃদ্ধি পাওয়া কয়েকটি শহর টিকে থাকার জন্যই নির্মিত হয়েছিল । সীমিত জায়গায় অতিরিক্ত লোকের ভিড়ে চরম ট্র্যাফিক জ্যাম, উচ্চ দূষণের মাত্রা এবং সম্পদ ও ইউটিলিটির উপর সাধারণ চাপ সহ জটিল অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে । সরকার এবং শহরবাসিরা এই সমস্যাগুলি দ্বারা প্রভাবিত হচ্ছে । ফলে মানুষের নিরাপত্তা এবং জীবন মানের হ্রাস ছাড়া এই চাপ সামলানোর উপায় খুঁজে বের করা এখন একটি স্থায়ী উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে । স্মার্ট সিটি কি ? স্মার্ট শহরগুলি আইওটি ব্যবহার করে । সহজভাবে বলতে গেলে বোঝায় শহরের প্রবণতাগুলি আরও ভালভাবে বুঝতে এবং প্রধান কিছু সমস্যার সমাধান বের করার জন্য । যেমন, স্মার্টফোন, স্পিকার, বাড়িতে দৈনন্দিন ব্যবহারের যন্ত্রপাতি, গাড়ি, মেশিনের অংশ এবং ক্রমবর্ধমান বিভিন্ন বস্তুকে পাওয়ার এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত করা ...

AI Applications are Socially Beneficial

  মে ৮ , ২০১৮ সালে   গুগল সিইও সুন্দর পিচাই মাউন্টেন ভিউ , ক্যালিফে গুগল আই / ও কনফারেন্সে এআই নীতি নিয়ে কথা বলেন । তিনি বলেন, “অস্ত্রশস্ত্র বা নজরদারির সাথে সম্পর্কিত অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হবে না । কিভাবে এআই কে ব্যবহার করা হবে তার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে” তার দেওয়া তথ্য অনুযায়ী, গুগল যেসব এআই অ্যাপ্লিকেশনগুলি নির্মাণ করতে যাচ্ছে সেগুলো সামাজিকভাবে উপকারী হিসেবে বিবেচিত হবে যা পক্ষপাতের সৃষ্টি বা পুনর্বিবেচনা করা থেকে বিরত থাকবে এবং জনগণের কাছে জবাবদিহির ব্যবস্থা   থাকবে । এআই এর মূল হল কম্পিউটার প্রোগ্রামিং যা শিখতে   এবং খাপখায়িয়ে নিতে পারে । এটি প্রত্যেক সমস্যার সমাধান করতে পারে না , তবে আমাদের জীবনকে উন্নত করার সম্ভাব্যতা য় এর ভূমিকা অনেক গভীর । গুগল এআইকে ব্যবহার করে মূলত পণ্যগুলি আরও বেশি উপযোগী করতে । যেমন, ইমেল থেকে স্প্যাম-মুক্ত করা, সহজে কম্পোজ করা , একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের সাথে স্বাভাবিকভাবে   কথোপকথন করা, ফটো র সাথে মজা উপভোগ করা ইত্যাদি । এই সব পণ্যের বাইরেও জরুরী সমস্যার মোকাবেলায় মানুষকে...