সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Reading of Technology

Cutting-Edge Technology

Cutting-edge technology represents the forefront of innovation, embodying the latest advancements that push the boundaries of what is possible in various fields. It encompasses breakthroughs in artificial intelligence, quantum computing, biotechnology, and more, fundamentally transforming the way we live and work. In the realm of artificial intelligence, machine learning algorithms and neural networks are enabling computers to learn and make decisions, mimicking human cognitive functions. Quantum computing, with its ability to process information at speeds unimaginable with classical computers, holds the promise of revolutionizing complex problem-solving in fields like cryptography and optimization. Biotechnology is unlocking new frontiers in healthcare, with gene editing technologies like CRISPR-Cas9 offering unprecedented precision in modifying DNA, potentially curing genetic diseases. Cutting-edge technology also extends to the realm of renewable energy, where innovations in solar a...

AI Applications are Socially Beneficial

 

মে ৮, ২০১৮ সালে  গুগল সিইও সুন্দর পিচাই মাউন্টেন ভিউ, ক্যালিফে গুগল আই/ও কনফারেন্সে এআই নীতি নিয়ে কথা বলেন তিনি বলেন, “অস্ত্রশস্ত্র বা নজরদারির সাথে সম্পর্কিত অ্যাপ্লিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হবে না কিভাবে এআই কে ব্যবহার করা হবে তার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে” তার দেওয়া তথ্য অনুযায়ী, গুগল যেসব এআই অ্যাপ্লিকেশনগুলি নির্মাণ করতে যাচ্ছে সেগুলো সামাজিকভাবে উপকারী হিসেবে বিবেচিত হবে যা পক্ষপাতের সৃষ্টি বা পুনর্বিবেচনা করা থেকে বিরত থাকবে এবং জনগণের কাছে জবাবদিহির ব্যবস্থা  থাকবে এআই এর মূল হল কম্পিউটার প্রোগ্রামিং যা শিখতে  এবং খাপখায়িয়ে নিতে পারে এটি প্রত্যেক সমস্যার সমাধান করতে পারে না, তবে আমাদের জীবনকে উন্নত করার সম্ভাব্যতায় এর ভূমিকা অনেক গভীর । গুগল এআইকে ব্যবহার করে মূলত পণ্যগুলি আরও বেশি উপযোগী করতে । যেমন, ইমেল থেকে স্প্যাম-মুক্ত করা, সহজে কম্পোজ করা, একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের সাথে স্বাভাবিকভাবে  কথোপকথন করা, ফটোর সাথে মজা উপভোগ করা ইত্যাদি ।

এই সব পণ্যের বাইরেও জরুরী সমস্যার মোকাবেলায় মানুষকে সাহায্য করতে গুগল এআই ব্যবহার করছে । উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী দাবানলের ঝুঁকির ভবিষ্যদ্বাণী করতে এআই-চালিত সেন্সর নির্মাণ করছে । কৃষকরা তাদের পশুদের স্বাস্থ্য নিরীক্ষণ করার জন্য এআই ব্যবহার করছে । ক্যান্সার সনাক্তকরণ এবং অন্ধত্ব প্রতিরোধ করার জন্য ডাক্তাররা এআই ব্যবহার করতে শুরু করেছে । এই স্পষ্ট সুবিধা গুলোর জন্যই গুগল এআই গবেষণা এবং উন্নয়নে ব্যাপকভাবে বিনিয়োগ করছে এবং এই জন্য গুগল এআই  প্রযুক্তিগুলি  বিভিন্ন টুলস ও ওপেন-সোর্স কোডের মাধ্যমে অন্যদের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে ।

We recognize that such powerful technology raises equally powerful questions about its use.তারা জানেন যে, এই ধরনের শক্তিশালী প্রযুক্তিব্যবহার সম্পর্কে মানুষের মনে সমানভাবে শক্তিশালী  প্রশ্নের জন্ম দিবে How AI is developed and used will have a significant impact on society for many years to come.এআই কিভাবে উন্নত এবং ব্যবহার করা হবে সেটির উপর নির্ভর করেই সমাজে এর  প্রভাব পরবে । এইজন্য গুগল তাদের এআই সম্পর্কিত কাজ গুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাতটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়য় করেছে যা সক্রিয়ভাবে তাদের  গবেষণা, পণ্য উন্নয়ন এবং ব্যবসায়িক সিদ্ধান্তকে প্রভাবিত করবে ।

. সামাজিকভাবে উপকারী হতে হবে

The expanded reach of new technologies increasingly touches society as a wনতুন প্রযুক্তির বিস্তৃত পরিসর সমাজকে সম্পূর্ণভাবে স্পর্শ করছে । Advances in AI will have transformative impacts in a wide range of fields, including healthcare, security, energy, transportation, manufacturing, and entertainmentএআই এর অগ্রগতি স্বাস্থ্য ক্ষেত্র, নিরাপত্তা, শক্তি, পরিবহন, উৎপাদন খাত এবং বিনোদন সহ বিস্তৃত ক্ষেত্রের মধ্যে পরিবর্তনশীল প্রভাব পড়ছে As we consider potential development and uses of AI technologies, we will take into account a broad range of social and economic factors, and will proceed where we believe that the overall likely benefits substantially exceed the foreseeable risks and downsides.এআই প্রযুক্তির সম্ভাব্য বিকাশ এবং ব্যবহার  সামাজিক ও অর্থনৈতিক বিষয় বিবেচনায় নিয়ে এর সম্ভাব্য সুবিধাগুলি ঝুঁকি ও অসুবিধার তুলনায় অনেক বেশি হবে । এই প্রযুক্তি দেশের সাংস্কৃতিক, সামাজিক ও আইনী মানদণ্ডের প্রতি সম্মান রেখেই উচ্চ মানের এবং সঠিক তথ্য উপলব্ধি করতে ব্যবহার হবে এবং এটি যখন অ-বাণিজ্যিক ভিত্তিতে সবার হাতে পৌঁছাবে তখন আরও মনোযোগের সাথে মূল্যায়ন হবে ।

. পক্ষপাত তৈরি বা পুনর্বহাল করা থেকে বিরত থাকবে

AI algorithms and datasets can reflect, reinforce, or reduce unfair bএআই অ্যালগরিদম এবং ডেটাসেট অনুপযুক্ত পক্ষপাতিত্ব কমাতে পারে । গুগল কর্তৃপক্ষ We recognize that distinguishing fair from unfair biases is not always simple, and differs across cultures anগুগল   স্বীকার করেন যে, অন্যায় পক্ষপাতের থেকে পৃথক হওয়া সবসময়ই সহজ নয় এবং এটি সংস্কৃতি সমাজের ভিন্নতার উপর নির্ভর করে We will seek to avoid unjust impacts on people, particularly those related to sensitive characteristics such as race, ethnicity, gender, nationality, income, sexual orientation, ability, and political or religious belief.বিশেষত জাতি, জাতিগত, লিঙ্গ, জাতীয়তা, আয়, যৌনতা, ক্ষমতা এবং রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের মতো সংবেদনশীল বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত জঘন্য প্রভাবগুলি থেকে এআই এড়িয়ে চলবে

. নিরাপত্তার জন্য নির্মাণ এবং পরীক্ষা করা হবে

We will continue to develop and apply strong safety and security practices to avoid unintended results that create risks of harক্ষতির ঝুঁকি তৈরি করে এমন অনিচ্ছাকৃত ফলাফলগুলি এড়াতে গুগল এআই এর ক্ষেত্রে  দৃঢ় নিরাপত্তা নিরাপত্তা অনুশীলনগুলি বিকাশ প্রয়োগ করবে We will design our AI systems to be appropriately cautious, and seek to develop them in accordance with best practices in AI safetyএআই সিস্টেমগুলিকে যথাযথভাবে সাবধানে ডিজাইন এবং এআই নিরাপত্তা গবেষণায় সর্বোত্তম পদ্ধতি অনুযায়ী তাদের বিকাশের চেষ্টা করবে In appropriate cases, we will test AI technologies in constrained environments and monitor their operation after deployment.যথাযথ ক্ষেত্রে, তীব্র পরিবেশে এআই প্রযুক্তির পরীক্ষা এবং স্থাপনার পরে তাদের অপারেশন পর্যবেক্ষণ করবে

. মানুষের কাছে দায়বদ্ধ থাকবে

We will design AI systems that provide appropriate opportunities for feedback, relevant explanations, and appএআই এমন ব্যবস্থা ডিজাইন করবে যা প্রতিক্রিয়া, প্রাসঙ্গিক ব্যাখ্যা এবং আপীলের জন্য উপযুক্ত সুযোগ প্রদান করবে Our AI technologies will be subject to appropriate human direction and control.গুগলের আই প্রযুক্তি উপযুক্ত মানুষের পরিচালনা এবং নিয়ন্ত্রণের বিষয় হবে ।

. নকশা  নীতিমালায় গোপনীয়তা অন্তর্ভুক্ত হবে

গুগলে এআই প্রযুক্তির উন্নয়ন এবং ব্যবহারে গোপনীয়তা নীতি অন্তর্ভুক্ত করা হবে । নোটিশ এবং সম্মতির সুযোগের মাধ্যমে গোপনীয়তা সুরক্ষার সাথে আর্কিটেকচারকে উৎসাহিত করা এবং ডেটা ব্যবহারের উপর যথাযথ স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ সরবরাহ করবে  

. বৈজ্ঞানিক উৎকৃষ্টতার জন্য  উচ্চমান বজায় রাখা হবে

প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য প্রয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিকে সংযুক্ত করা এবং অনুসন্ধান , বুদ্ধিবৃত্তিক কঠোরতা, নিখুঁততা এবং সহযোগিতার অঙ্গীকার । এআই টুলসগুলি জীববিজ্ঞান, রসায়ন, ওষুধ এবং পরিবেশ বিজ্ঞানগুলির মত গুরুত্বপূর্ণ ডোমেনগুলিতে বৈজ্ঞানিক গবেষণা ও জ্ঞানের নতুন ক্ষেত্রগুলিকে আনলক করার ক্ষমতা রাখে । এআই এর অগ্রগতির জন্য গুগল  বৈজ্ঞানিক উৎকৃষ্টতায় উচ্চ মানের আশা করে এবং একে উন্নীত করার জন্য বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারের সাথে বহুমুখী উপায়ে  কাজ করবে । এছাড়া গুগল  শিক্ষা উপকরণ, সর্বোত্তম চর্চা এবং গবেষণার প্রকাশ করে এআই জ্ঞান ভাগ করে নিে, যাতে আরো  অধিক মানুষ এআই অ্যাপ্লিকেশনগুলি গড়ে তুলতে সক্ষম হয় ।   

     . নীতি গুলোর সাথে একমত হয়েই ব্যবহারের জন্য তৈরি করা হবে

অনেক প্রযুক্তি আছে যেগুলোর একাধিক ব্যবহার রয়েছে গুগল সম্ভাব্য ক্ষতিকারক বা অপমানজনক অ্যাপ্লিকেশন সীমাবদ্ধ করতে কাজ করবে গুগল যখন এআই প্রযুক্তির বিকাশ ও প্রয়োগ করবে তখন নিম্নোক্ত কারণগুলির আলোকে সম্ভাব্য ব্যবহারগুলি নির্ণয় করবে:    

প্রাথমিক উদ্দেশ্য এবং ব্যবহার:  প্রাথমিক উদ্দেশ্য এবং প্রযুক্তি অ্যাপ্লিকেশনের সম্ভাব্য ব্যবহার, সমাধান গুলি কতটা ব্যবহার উপযোগী অথবা ক্ষতিকারক সেটি এই বিবেচনায় থাকবে ।

প্রকৃতি এবং স্বতন্ত্রতা: প্রযুক্তি গুলি অনন্য বা আরো সাধারণভাবে উপলব্ধ করার জন্য তৈরি কিনা তা বিবেচনায় থাকবে ।

স্কেল বা বিস্তর: এই প্রযুক্তির ব্যবহারে উল্লেখযোগ্য প্রভাব আছে কিনা তা বিবেচনায় থাকবে

গুগলের  সম্পৃক্ততার প্রকৃতি বা ধরন:  গুগল সাধারণ উদ্দেশ্য সাধনের টুলস প্রদান করছি কিনা, গ্রাহকদের জন্য টুলস  একত্রিত করা বা কাস্টম সমাধানগুলি উন্নয়ন করছে কিনা তা বিবেচনায় থাকবে । 

এআই  অ্যাপ্লিকেশনে  যা  অনুসরণ  করা  হবে  না 

উপরের উদ্দেশ্যগুলি ছাড়াও, গুগল নিম্নলিখিত প্রয়োগ এলাকায় এআই ডিজাইন বা স্থাপনা করবে না:  প্রযুক্তির যে কারণ গুলি  ক্ষতি হতে পারে ।  যেখানে ক্ষতিকর  ঝুঁকিউপাদান আছে, গুগল কেবল যেখানে বিশ্বাস করে যে  ঝুঁকি থেকে উপকার বেশি হবে এবং উপযুক্ত নিরাপত্তা  নিয়ন্ত্রন অন্তর্ভুক্ত করা হবে । অস্ত্র বা অন্যান্য প্রযুক্তিসমূহ যার প্রধান লক্ষ্য বা বাস্তবায়ন মানুষকে আঘাত করবে যেসব প্রযুক্তি নজরদারির জন্য তথ্য সংগ্রহ বা ব্যবহার করতে গিয়ে  তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান লঙ্ঘন  করবে । প্রযুক্তি যার উদ্দেশ্য আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের ব্যাপকভাবে গ্রহণযোগ্য নীতিমালা লঙ্ঘন করে । গুগল আরও স্পষ্ট করতে  চা যে, অস্ত্রে  ব্যবহার করার জন্য এআইকে উন্নয়ন করা হচ্ছেনা বরং তারা সরকার ও সামরিক বাহিনীর সাথে বিভিন্ন ক্ষেত্রে কাজ চালিয়ে যাবে । অন্তর্ভুক্ত থাকবে সাইবার নিরাপত্তা , প্রশিক্ষণ, সামরিক নিয়োগ, স্বাস্থ্যসেবা, অনুসন্ধান এবং উদ্ধার । এই সহযোগিতা গুরুত্বপূর্ণ এবং গুগল সক্রিয়ভাবে এই সংস্থার জটিল  কাজ গুলোতে সহযোগিতা  বৃদ্ধির মাধ্যমে  সেবা প্রদানকারী সদস্যদের এবং নাগরিকদের নিরাপদ রাখার আরো উপায় সন্ধান করবে  

AI for the long terদীর্ঘমেয়াদীজন্য এআই

এআইকে এভাবে উপস্থাপন করার পরেও গুগল বিশ্বাস করে এব্যাপারে আরও কথোপকথনের সুযোগ আছে । এআই প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে এই অঞ্চলে চিন্তাশীল নেতৃত্বকে উন্নীত করার জন্য বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারের সাথে কাজ করবে, বৈজ্ঞানিকভাবে কঠোর এবং বহুবিষয়ক উপায়ে অঙ্কিত এআই প্রযুক্তির উন্নতির জন্য  গুগল  শিক্ষণীয় বিষয় গুলি  ভাগ করে নেবে গুগল  বিশ্বাস করে এই নীতিগুলি কোম্পানীর জন্য সঠিক ভিত্তি এবং এআই এর ভবিষ্যৎ উন্নয়ন । এই পদ্ধতিটি ২০০৪ সালে গুগলের  মূল প্রতিষ্ঠাতা পত্রিকায় সংরক্ষিত মানগুলির সঙ্গে সুসংগত । একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ গ্রহণ করার জন্য গুগলের অভিপ্রায়টি সুস্পষ্ট করেছে , এমনকি  এটি স্বল্পমেয়াদী  তৈরীর জন্য বিনিময় হলেও গুগল এটি তখন বলেছিল এবং এখন এটি বিশ্বাস করে

মন্তব্যসমূহ

সাম্প্রতিক ব্লগগুলি পড়ুন

AI For ALL

    Artificial Intelligence and M achine L earning Introduction and U s e         M N Alam Dr. Vijay Laxmi                           Artificial Intelligence and Machine L earning Introduction and Use M N Alam Dr. Vijay Laxmi   Cover design and composition: Author   First Version, May 2023   Copyright: Author   ISBN: 978-984-34-9437-5   Publisher: New Book Centre 122, Islamia Market Nilkhet, Dhaka-1205   Price: BDT 450.00, USD 8.00               Introduction and Use of Artificial Intelligence and Machine Learning: published by New Book Centre. ISBN: 978-984-34-9437-5, the authors of this book have used their best efforts in preparing this book. These efforts include the development, research, and testing of the theories and pro...

Cutting-Edge Technology

Cutting-edge technology represents the forefront of innovation, embodying the latest advancements that push the boundaries of what is possible in various fields. It encompasses breakthroughs in artificial intelligence, quantum computing, biotechnology, and more, fundamentally transforming the way we live and work. In the realm of artificial intelligence, machine learning algorithms and neural networks are enabling computers to learn and make decisions, mimicking human cognitive functions. Quantum computing, with its ability to process information at speeds unimaginable with classical computers, holds the promise of revolutionizing complex problem-solving in fields like cryptography and optimization. Biotechnology is unlocking new frontiers in healthcare, with gene editing technologies like CRISPR-Cas9 offering unprecedented precision in modifying DNA, potentially curing genetic diseases. Cutting-edge technology also extends to the realm of renewable energy, where innovations in solar a...

Introduction And Use Of Artificial Intelligence And Machine Learning- Part 1

INTRODUCTION Intelligence is the ability to adapt to change -Stephen Hawking (UK, 1942-2018 )   জন ম্যাকার্থি ও তার লিস্প প্রোগ্রামিং  (৪ সেপ্টেম্বর, ১৯২৭ - ২৪ অক্টোবর, ২০১১) একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী । তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং ভাষা লিস্পের জনক । তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক পরিভাষার প্রচলন করেন । ম্যাকার্থি কম্পিউটারের টাইম শেয়ারিং মডেলটিও প্রথম প্রস্তাব করেছিলেন । ১৯৬১ সালে তিনি পরামর্শ দিয়েছিলেন যে, যদি তার দৃষ্টিভঙ্গি অবলম্বন করা হয়, “টেলিফোনের ব্যবস্থা যেমন জনসাধারণের একটি ইউটিলিটি, ঠিক তেমন কোনও দিন কম্পিউটিংও জনসাধারণের একটি উপযোগী হিসাবে সংগঠিত হতে পারে এবং এটি একটি উল্লেখযোগ্য নতুন শিল্পের ভিত্তিতে পরিণত হতে পারে ।” এইভাবেই আজ ক্লাউড কম্পিউটিং বিক্রি হয় । তবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং টাইম শেয়ারিং কাজের মধ্যে যখন বাছাই করতে বাধ্য করা হয়, তখন তিনি এআই বেছে নিয়েছিলেন । তিনি বলেছিলেন, “চূড়ান্ত প্রচেষ্টা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা যা সমস্যাগুলি সমাধান করতে পারে এবং মান...